মানসিক সুখ না থাকলে খ্যাতি-টাকা-স্বামী সবই অচল

0
15

প্রতিদিনের ডেস্ক
বলিউড অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করে সুখেই আছেন কারিনা কাপুর। ব্যক্তিগত ও পেশাগত, দুই জীবনই দিব্যি সামলাচ্ছেন। কোথাও কোনো সমস্যা নেই। আর সম্প্রতি সেই সমীকরণ নিয়েই খোলামেলা কথা বলেছেন কারিনা কাপুর। শুধু তাই নয়, কারিনা কথা বলেছেন মানসিক শক্তি ও মানসিক সুখ নিয়েও। ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য রাখা প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, ‘আমি মনে করি শুধু নারীরা নন, পুরুষ-নারী নির্বিশেষে প্রত্যেক মানুষই এটা পারেন।

তবে আমি মনে করি, এই সব কিছুর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল সুখ। এই সুখ এমন একটা জিনিস যা আমার আছে, কারণ আমার সুখই আমার মানসিক স্থিতিশীলতা। আর খ্যাতি, অর্থ, ক্যারিয়ার স্বামী, সন্তান সবকিছুই অচল হয়ে পড়ে যদি এই মানসিক শক্তি ও মানসিক শান্তি না থাকে। সুতরাং আমার মনে হয়, এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, যা একজন নারীর বাঁচিয়ে রাখা উচিত। আদপে নিজেকে সুখী রাখতে হবে। বেশিরভাগ মানুষই ধরে নেন, কারিনা আসলে ‘গীত’ (যব উই মেট-এর চরিত্র) অথবা ‘পু’ (কভি খুশি কভি গম-এর চরিত্র)-এর মতো।

এ বিষয়ে করিনা বলেন, ‘ওই যে আমি যেমনটা বললাম, কিছু জিনিস গোপন রাখা উচিত। কিছু বিষয় অজানার থাকাই ভালো। এই অনুভূতিটা ভীষণ প্রয়োজন। সুতরাং আমরা কি সত্যিই মানুষটাকে চিনি! তা নয়। বেশিরভাগ মানুষই তাই ধরে নেন যে আমি হয়ত গীত বা পু এর মতো! আমি ওদেরকে বিশ্বাস করিয়েছি যে এটা একটা সম্ভাবনা। তবে আমার একটা দিক রয়েছে যা আমি ব্যক্তিগত রাখতেই পছন্দ করি।

আমি মনে করি, কোথাও না কোথাও আমার মানসিক স্বাস্থ্যই আমার মানসিক স্থিতিশীলতা বজায় রাখে। কারণ, আমি মনে করি যদি সবকিছুই মানুষ জেনে যাবে, তারা আপনাকে বিচার করবে, তাহলে আমি জানি না আমরা কীভাবে অভিনেতা হিসাবে বেঁচে থাকব! খুব শীঘ্রই ‘দ্য ক্রু’ তে দেখা যাবে কারিনা কাপুর খানকে। টাবু ও কৃতি শ্যানন অভিনীত ‘দ্য ক্রু’ ছবিতে কারিনা ছাড়াও রয়েছেন টাবু ও কৃতি শ্যানন। শেষবার কারিনাকে ২০২৩-এ নেটফ্লিক্স ছবি ‘জানে জাঁ’র হাত ধরে ওটিট-র পর্দায় পা রাখেন কারিনা। ‘বাকিংহাম মার্ডারস’-এর হাত ধরে প্রযোজক হিসাবেও হাতেখড়ি হয়েছে কারিনার। হনসল মেহতা পরিচালিত এই ছবিতে গোয়েন্দার ভূমিকায় দেখা গেছে কারিনাকে।