সংবাদ বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে মানববন্ধন কর্মসূচি হাতে নিয়েছে জয়তী সোসাইটি। সোসাইটির ৫৪টি সংগঠন পক্ষকালব্যাপী এই কর্মসূচি পালন করছে।
বৃহস্পতিবার জয়তী সোসাইটি পরিচালিত স্বাধীন, আদর্শ, শুভেচ্ছা, বনানী, বিপ্লবী, আলোক ও সৃষ্টি মহিলা উন্নয়ন সংগঠনের আয়োজনে শহরের চিরুনী কল মোড়, তালতলা বাজার, আশ্রমমোড়, রায়পাড়া সার গোডাউন মোড়, ষষ্টিতলা ফায়ার সার্ভিস অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্বাধীন ও বনানী মহিলা উন্নয়ন সংগঠনের আয়োজনে চিরুনী কল মোড়ে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ দত্ত।